যোগ্যতা

কলমে – কল্যাণ কুমার সাউ

গ্রাম+পোস্ট:ধলভূমগড়, জেলা:পূর্ব সিংহভূম, ঝাড়খন্ড,পিন:৮৩২৩০২

 

 

রাস্তার দুইপাশে গাড়ির লম্বা লাইন, সন্ধ্যে ঠিক সাতটা হবে, ট্রাফিক লাইট এ আমার গাড়িটা দাঁড়ালো।

হঠাৎ হই চই শব্দে দেখি এক বৃদ্ধ কে কোনো গাড়ি আঘাত করেছে।

সবাই পাস কাটিয়ে যেতে লাগলো, একজন আমার গাড়ির কাছে এসে হাসপাতালে নিয়ে যাবার অনুরোধ করতে লাগলো,

সব গাড়ি বালার মত আমিও গাড়ির গিয়ার বদলে এগিয়ে গেলাম,জানি না কিছুটা গিয়ে মানবিকতার বোধে দাঁড়ালাম।

দেখি সেই লোকটি যে আমাকে অনুরোধ করছিলো, তার কাঁধে করে বৃদ্ধ কে  নিয়ে দৌড়াচ্ছে  হাসপাতালে।

আমি আর দেরি না করে চললাম পেছনে পেছনে, বৃদ্ধ সুস্থ হলেও সেই লোকটি হাসপাতালে পৌঁছেই শেষ নিঃস্বাস ত্যাগ করে।

ডাক্তার জানালেন লোকটির অস্থমা,(হাম্পানির) রোগ ছিলো,এতদূর ঐ বৃদ্ধকে নিয়ে ছোটার জন্য দম বন্ধ হয়ে যায়।

আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম, ভাবলাম লোকটির মৃত্যুর জন্য দায়ী কে?

আমরা নিজেকে শিক্ষিত,ও পদের দম্ভ দেখাই, আদৌ আমরা কি সমাজে থাকার যোগ্য?

রোজ আমাদের চোখের সামনে না জানি কত যোগ্য লোকের বলি দিচ্ছি আমরা।।

Loading