যাযাবর জীবন যাত্রা

✍ – সুমিতা পয়ড়্যা

কল্যাণী, নদীয়া

যাযাবরের জীবন

      দুঃখ কি ভীষণ!

    চলছে তো চলছে

    পথে হোঁচট খাচ্ছে।

      কত খিদে পাচ্ছে

      চোখে জল নামছে।

        তবু স্বপ্ন দেখছে

    রং তুলিতে মনে আঁকছে।

       সফলতার সুখ দেখছে

       সাম্রাজ্য গড়ে তুলছে।

         চলছে তো চলছে

      ক্লান্তিতে ঘেমে নায়ছে।

     অবিন্যস্ত সাজে সাজছে

    উদার আকাশকে দেখছে।

     গনগনের রোদে পুড়ছে

     পথের বাঁকে মিলাচ্ছে।

      জীবিকার সন্ধানে হাঁটছে

        দেশ দেশান্তরে যাচ্ছে।

        ধীরে ভুল ভাঙছে

        মিথ্যেটা ধরা পড়ছে।

       যন্ত্রণা মাথা নাড়াচ্ছে

        কত অবহেলা সইছে।

        কল্পনার জাল বুনছে

    কত অমাবস্যা বেরোচ্ছে।

     যাযাবর সে তা ভুলছে

      সর্বহারায় নাম লিখছে।

     দারিদ্র্যতায় সব ঝুলছে

      তুচ্ছতায় জীবন ভরছে।

     সংগ্রামের সম্মুখীন হচ্ছে

        স্থান হতে স্থানে যাচ্ছে।

     বৈষম্যের শিকার হচ্ছে

     জীবনধারা বজায় রাখছে।

        নিজস্ব ভাষা বলছে

      সংস্কৃতিকে সমৃদ্ধ করছে।

        তবু  তারা চলছে—

        চলছে তো চলছে—

             কারণ,

      যাযাবর জীবন কাটাচ্ছে।

……………………………………………………………………………………………………

 

 

 

Loading