“জাগতে রহ “
✍ – কলমে- কৃষ্ণকলি বেরা
ইডেন এস্টর পার্ক, ব্লক-এ/২এ
৮৩৪ উত্তর-পূর্ব ফরতাবাদ, সাহা পাড়া
কলকাতা -৭০০০৮৪, থানা -নরেন্দ্রপুর
যখন ঘুমিয়ে পড়ি
অভিমান ভালোবাসা হয়ে
জেগে থাকে বালিশের নীচে,
মাঝে মাঝে বেরিয়ে পড়ে সাবধানী হাওয়ার মত,
তখন ঝুরো মাটির মতন
ভেঙে পড়ে রাত্রি।
আমি গান গাই ,
সুর হয়ে বেজে উঠি এসরাজের তারে,
সে সুর বোঝেনা আমি
কোনো শুয়ে থাকা নদী নই।
তবু সর্বত্র অতন্দ্র প্রহরা ।
বন্ধ কাঁচের শার্সির ওপারে
ক্লান্ত,ঝিমধরা ভাবনার এলোমেলো তরঙ্গ এক পংক্তি কবিতা শোনবার অপেক্ষায় প্রহর গোণে।
……………………………………………………………………………………………………