হৃদমাঝারে
কলমে – কৃষ্ণকলি বেরা
ইডেন এস্টর পার্ক, ব্লক-এ/২এ, ৮৩৪ উত্তর-পূর্ব ফরতাবাদ, সাহা পাড়া
কলকাতা -৭০০০৮৪, থানা -নরেন্দ্রপুর
স্বপ্নের তরণীতে খেলা করে এক নতুন সুর,
সেই সুরে ভেসে যায় বিশ্বচরাচর।
দিগন্তের নীলাকাশ আবৃত্তি করে প্রাণের আবেশে খেলাঘরের উঠোনে। আজ যে তার আবির্ভাব দিবস।বনে বনান্তরে, জলে,স্থলে গুঞ্জরিত শুধু তারাই সৃষ্টির মাদকতা। যে ঠাকুরের নৈবেদ্য সাজানো র জন্য প্রয়োজন পড়েনা চাল-কলার,বেলপাতা, দূব্বোঘাসের। শুধু প্রেম আর নিবেদনের আকুলতায় গীতাঞ্জলির প্রতিটি ছত্রে উদ্বেলিত হয়ে ওঠে, সঞ্চয়িতার পৃষ্ঠায় পৃষ্ঠায় ধ্বনিত হয় ভানুসিংহের অমোঘ কালাতিক্রম কাব্য সংস্থান। কে যেন উদাত্ত কন্ঠে বলে ওঠে —
” খুঁজিতেছি কোথা তুমি,
কোথা তুমি!
যে অমৃত লুকানো ২৫শে বৈশাখে,
সে কোথায়”
তোমারে কোথায় পাব–
তাই এ ক্রন্দন,
অনন্ত প্রেমের ঠাকুর- রবীন্দ্রনাথ ।”