নিজস্ব প্রতিনিধি – উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে  মঙ্গলবার থেকে বুধবার এই দুই দিন ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপের চেহারা নেবে। পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এর অভিমুখ রয়েছে। স্থলভাগে প্রবেশের সময় নিম্নচাপের জেরে উপকূলবর্তী জেলাগুলি তো বটেই, গোটা দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

একইসঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলবর্তী এলাকাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞায় জারি করেছে নবান্ন।

Loading