গড়ে তোলো দেশ

 

কলমে – মুজিবর রহমান মল্লিক

 

গড়ে তোলো দেশ,

      দুর্নীতি অরাজকতার করো শেষ।

স্বাধীন দেশে স্বাধীন সরকার,

   হরণ করছে গণতান্ত্রিক অধিকার।

দৈনন্দিন নিত্য নৈমিতিক ঘটনা প্রবাহে,

প্রতিটি পদক্ষেপে ফ্যাসিবাদের  ধ্বনি ,

স্বাধীনতা মানে প্রতি প্রতিটি ব্যাক্তির মত  প্রকাশের অধিকার,

তাই জনগণ বারবার গড়ে প্রতিরোধ।

চাই স্বাধীনতা ভালোভাবে খেয়ে পরে বাঁচার,

 প্রতিবাদে করে লড়াইয়ের শপথ।

স্বাধিকার ভাঙ্গে গভীর ষড়যন্ত্রে,

চারি দিকে আওয়াজ ওঠে চাই গণতন্ত্র

Loading