কবিতা – ঘুণ পোকা
কলমে – আশীষ কুমার দত্ত
ঘুণ পোকাটা কাটছে ওরে
মানব সভ্যতার ফুলের ডালা
সময় হয়েছে এবার তারে
বিনাশ করে গেঁথে যা রে মালা।
ঘুণ পোকাটা কিলবিল করে
ঘুরছে সমাজের আনাচে কানাচে
কাটছে মানব হৃদয়ের প্রেম
কাটছে সকল সৃষ্টি আপন ধাঁচে।
অপরূপ প্রকৃতির স্নিগ্ধ শোভার
বিনাশে মত্ত যেন এ ধরণীর বুকে
ক্ষত বিক্ষত ধরণী তাই চেয়ে আছে
আকুল নয়নে হায় নির্বাক চোখে।