গর্ভবতী
কলম – অর্পিতা ঘোষ মিত্র
৩১/১ আন্দুল ফার্স্ট বাই লেন,শিবপুর, হাওড়া ৭১১১০৯
রাত্রি
নাকি গর্ভবতী হয়েছে,
অসহ্য যন্ত্রনায় তার রাত কাটে ।
সারা পৃথিবীর অন্ধকারের সাক্ষী
যে তাকে হতে হয়।
অব্যক্ত বলা ভাষা সারাদিন
লুকিয়ে রাখে যারা হৃদয়ে
রাতে শোনে সে তাদের
বুক ফাটা কান্না–
রাত জাগা কত মানুষের
সঙ্গী হতে হয় তাকে,
যত রাত গভীর
ততই তার তীব্র যন্ত্রণা,
কত অসহায় নারীর
মাংস খোবলানোর চিৎকার
যে শুনতে পায়?
কত কুৎসিত ষড়যন্ত্রের
শিকার হয় অসহায় মানুষ।
কত দুর্নীতির সাক্ষী হয় সে
যন্ত্রণা তার তীব্র থেকে তীব্রতর হয়,
অপেক্ষার প্রহর গুনে চলে
কখন সে জন্ম দেবে একটি
নতুন ,সুন্দর সকালকে।
আবার নব আলোকে
মুখরিত হবে এ ভুবন
নব আশায় উদ্ভাসিত
হবে মানুষজন,
আর তার হবে যন্ত্রণার অবসান।
তমসার চাদর সরিয়ে
আসবে নতুন প্রভাত।
……………………………………………………………………………………………………