এসো বৈশাখ
কলমে: অজিত কুমার দে
এসো নুতন এসো বৈশাখ
ঝরা পাতা যাক উড়ে
বৈশাখী দমকা ঝড়ে।
গাছে গাছে নূতন পাতা
নূতন দিনের ভোরে।
যত পুরাতন পিছনে ফেলে,
আনন্দে ভরুক জীবন নূতনের দেখা পেলে।
প্রাণ চঞ্চল যৌবনের দিলো ডাক,
এসো বৈশাখ জীবনের দুঃখ মুছে যাক।
নূতন বছরের নূতন দিনের আলোয়,
নূতন প্রজন্ম এর হাত ধরে ,
নিত্য নতুন আনন্দ সাথে নিয়ে,
এসো হাতে হাত ধরে এক সুরে এগিয়ে যায়।
এসো নুতন ,এসো সবুজ ,এসো বৈশাখ।
………………………………………………………………………………………………….
-
-
-
-
__________________________________________________________
-
-
-
-
-
-
-
__________________________________________________________
-
-
_______
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-