একশো টাকার নারী

 

কলমে – অজয় ভট্টাচার্য

********

যদি কষ্টগুলোকে নিকোটিনের ধোঁয়ার সাথে উড়িয়ে দিতে পারতাম,

তাহলে ও বেশ্যা হলেও গ্রহণ করতাম।

যে শহরে একশো টাকায় নারী দেহ পাওয়া যায়, সেই শহরে একটা নারীর জন্য কাঁদবো কেনো?

পর পুরুষের বক্ষ লগ্না হয়ে শরীরে ভালোবাসার চিহ্ন আঁকবে,

ক্ষত বিক্ষত করবে নিজের ওষ্ঠ,

আর আমি সেই শহরে দেবদাস হয়ে ইতিহাস রচনা করবো !

যে শহরে একশো টাকায় নারী দেহ পাওয়া যায়, সেই শহরে একটা নারীর জন্য কাঁদবো ?

রাস্তার ফুটপাতে জন্ম নেওয়া কুকুরের বাচ্চাগুলো জারজ সন্তান।

ভালোবাসা কখনো জারজ হতে পারে না।

কামের তাড়নায় বিক্রিত দেহের সুখানুভূতি কখনো ভালোবাসা নয়।

আয়নার সামনে দাঁড়িয়ে বিদেশী অন্তর্বাস পরে নিজেকে সুন্দর মনে হলেও,

কোনো পুরুষের কাছে ঐ অন্তর্বাস যখন লাঞ্ছিত হয়,

তখন ভালোবাসা কালো ছাই  হয়।

যে শহরে একশো টাকায় নারী দেহ পাওয়া যায়, সেই শহরের একটা নারীর জন্য কাঁদবো কেনো?

মদের গেলাসে চুমুক দেওয়ার সময় ওর মুখটা পানপাত্রে ভেসে উঠলে,

জমানো কষ্টগুলোকে সঙ্গে নিয়ে বাথরুমে গিয়ে হালকা হই।

ঘুমের ঘোরে যখন ওকে স্বপ্নে দেখি,

আমার শরীরের প্রতিটি ধমনীর রক্ত সংবহন বন্ধ হয়ে যায়

আমি ঘর্মাক্ত হয়ে উঠি।

যে শহরে একশো টাকায় এক রাতের জন্য নারী দেহ ভোগ করা যায়, সেই শহরের একটা নারীর জন্য কেন কাঁদবো?

 

Loading