এখন বুঝি

কলমে:

কাজল পত্রনবীশ 

মনের জ্বালা জুড়ায় না রে, পরিস্থিতির শিকার,

সমস্যাগুলো ঢুকছে মনে, বাড়ছে শুধু বিকার।

ভুগছি আমি বিনা দোষে, দোষী অন্য জন,

পরিস্থিতি তুই তো দায়ী, কাঁটায় বিঁধে মন।

মানুষের চেয়ে ছায়া বড়, যে যেমন পারে বলে,

মুখের কথাটা ভীষণ  মিষ্টি, ভিতর ভরা ছলে।

অসতের ঘরে জন্ম যাদের, তারাই বলে সৎ,

বাধ্য ছেলের মত আমরা, মানি যে সব মত।

চলুক, চলুক চলছে ভালই, আমরা বড়ই খুশী,

নিজের দোষেই  ভুগছি সবাই, কপালটাকে দুষী।

শিয়ানে শিয়ানে কোলাকুলি, আমি বাধ্য প্রজা,

বেশি যদি বলে ফেলি, দেখতে হবে মজা।

যে দিকে তাকাই শুধু কলরব, হঠাৎ তাকিয়ে দেখি,

পুলিশের মারে হলো জখম, আমার ছেলে এ কি?

আন্দোলনের  আতিশয্যে , জীবন বিপন্ন আজ ,

নতুন জ্বালায়  গেলাম জ্বলে,  পড়লো মাথায় বাজ।

ছেলে ভুগছে, মেয়ে ভুগছে, ভুগছে বাকী সব,

পরিস্থিতির চাপটা কেমন, তাই হচ্ছে অনুভব।

 মোকাবিলা করার  কথা, ভাবছি যখন মনে,

পিঠের উপর বেতের লাঠি, পড়েছে ততক্ষণে।

পরিস্থিতি কেমন জিনিস, বুঝেছি হাড়ে, হাড়ে,

এক্কেবারে শান্ত এখন, মগজটা নাই ঘাড়ে।

জ্বলতে, জ্বলতে শুকিয়ে গেছে, মনের গভীরতা,

মেনে নিয়েছি পরিস্থিতি, মেনেছি তার কথা।

………………………………………………………………………………………………….

  •  

  • __________________________________________________________

  •  

  •  

  •  

  • __________________________________________________________

  • _______

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •   

Loading