বরানগর নোয়াপাড়া দাদা ভাই সংঘ:

যে কোনও শুভ অনুষ্ঠানে কলসের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। কলস মঙ্গলের প্রতীক। এবছর ১৮ বছরে বরানগরের ন’পাড়ার দাদাভাই সঙ্ঘের থিমে রয়েছে সেই কলস। থিমের পোশাকি নাম সোনার বাংলা, সোনার কলস। মূলত সোনার কলস একটি পবিত্রতার সাক্ষ্য বহন করে। সোনার কলস প্রকৃত পক্ষে বাংলার ঐতিহ্য, সংস্কৃতির ধারক এবং বাহক। সেই সোনার কলসের মধ্যে দিয়ে বাংলার উন্নয়নকে তুলে ধরার লক্ষ্যেই তাদের এবছরের এই থিম।

বেহালা আদর্শ পল্লী:

এবছর ৬৪তম বর্ষে পদার্পণ করল বেহালার রায় বাহাদুর রোডের আদর্শ পল্লির পুজো। এবারে তাঁদের পুজোর থিমের নাম দেওয়া হয়েছে ‘আনন্দধারা’।

কী থাকছে এই ‘আনন্দধারা’-এ? কী বলছেন পুজো উদ্যোক্তারা? ‘একে আমরা একটা অতিমারী পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তার উপর আমাদের জীবনে এসেছে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ। এই দুইয়ের চাপে আমাদের জীবন থেকে যেন আনন্দগুলো একে একে হারিয়ে যাচ্ছে। আমরা মণ্ডপে এমন একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছি যেন মায়ের আগমনে অশুভ এই সময়ের বিনাশ হয়।

 

 

 

Loading