বড়িশা ক্লাব, বেহালা

৩৩তম বর্ষে পদার্পণ করল বড়িশা ক্লাবের পুজো। আর মাত্র ২০ দিনের অপেক্ষা। প্রস্তুতি চলছে বড়িশা ক্লাবের দুর্গাপুজোর। এবার এই পুজো প্যান্ডেলে এলে মনে হতেই পারে কোনও সীমান্তবর্তী অঞ্চলে এসে পড়েছেন বুঝি। যেখানে দু’দেশের মাঝে উঠেছে কাঁটাতারের বেড়া। রয়েছে ওয়াচ টাওয়ার। দুর্গা প্রতিমার মধ্যেও খুঁজে পাওয়া যায় যেন এক অস্তিত্বের সঙ্কট। এভাবেই এক বিশেষ রাজনৈতিক বার্তা পৌঁছে যাবে দর্শনার্থীদের মধ্যে।

বাগুইআটি রেল পুকুর ইউনাইটেড

বাগুইআটি রেলপুকুর ইউনাইটেডের এবারের থিম ‘প্রচেষ্টা’। করোনাকালে প্রতিটি মানুষের জীবনযাপন থেকে জীবিকা নির্বাহের কাহিনি উঠে আসছে মণ্ডপসজ্জায়।

বোড়াল সুকান্ত সংঘ:

 এবার বোড়াল সুকান্ত সঙ্ঘের সুবর্ণ জয়ন্তী বর্ষ। এই বোড়ালের সঙ্গে জুড়ে রয়েছে অপু আর দুর্গার নাম। তাই এবার বোড়াল সুকান্ত সঙ্ঘের পুজোতে তারাও থাকছে। এবার সেখানে দুর্গারূপী লক্ষ্মী পুজো হচ্ছে বলে জানাচ্ছেন এক উদ্যোক্তা।

হরিদেবপুর আদর্শ সমিতি:

হরিদেবপুর আদর্শ সমিতি। ৫৩ বছরের পদার্পণ করল।পুজোয় এবছরের ভাবনা একেবারেই মাতৃময়। এবারের পুজোর ভাবনা জুড়ে থাকছে মায়ের আরাধনা, মাতৃবন্দনা। যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘বন্দেমাতরম’। এই নাম কেন, সেই বিষয়ে উদ্যোক্তাদের একজন জানান, প্রতিমা-কে বন্দনা জানানোর জন্যই এই নাম।

যোধপুর পার্ক সার্বজনীন:

যোধপুর পার্ক সার্বজনীন। উপেন্দ্রকিশোর রায়, সত্যজিৎ রায়, নারায়ণ দেবনাথের থেকে কী পেয়েছে পরের প্রজন্ম, তাই তুলে দেওয়ার চেষ্টা চলছে। শিশুরা যেমন আনন্দ পাবেন। বড়দের কাছে ফিরবে নস্টালজিয়া।

বড়িশা স্পোটিং ক্লাব:

এবার বড়িশা স্পোর্টিং ক্লাবের জন্য নতুন ভাবনা ভেবেছেন শিল্পী রিন্টু দাস। সেখানে থাকছে সমাজ চেতনা। এবার শিল্পীর ভাবনায় ‘ভাগের মা’। বাংলায় একটি প্রবাদ আছে,’ভাগের মা গঙ্গা পায় না’। সেই প্রবাদেরই ছাপ শিল্পীর ভাবনায়। তাই রিন্টু দাসের মন্ডপ ভাবনায় থাকবে কাঁটাতার, ট্রাক, বাস্তুহারা হওয়ায় যন্ত্রণার প্রতিচ্ছবি।

Loading