উচ্চ রক্তচাপ এমন একটি রোগ, যা সময়ের সঙ্গে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো বড় রোগ সৃষ্টি করতে পারে। শরীরের উচ্চ রক্তচাপজনিত সমস্যাকে ডাক্তারি ভাষায় হাইপারটেনশন বলে। হাইপারটেনশনজনিত সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কিডনির ক্ষতিসহ স্মৃতিশক্তি লোপ পাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় শরীরের সাধারণ কিছু লক্ষণ উচ্চ রক্তচাপের ঝুঁকির আগাম বার্তা দেয়।

জেনে নিন লক্ষণগুলো…

নাক ডাকা

উচ্চ রক্তচাপের একটি অন্যতম লক্ষণ হলো নাক ডাকা। শ্বাস-প্রশ্বাসের রাস্তা বাধাগ্রস্ত হয়ে নাকে কম্পন সৃষ্টি হওয়ার এই সমস্যাকে ‘স্লিপ অ্যাপেনিয়া’ বলে। নাক ডাকার এমন সমস্যা উচ্চ রক্তচাপের লুকায়িত লক্ষণ হতে পারে।

ইনসমেনিয়া

ইনসমেনিয়া একটি ঘুমের বাধা সৃষ্টিকারী রোগ।

উচ্চ রক্তচাপজনিত সমস্যার রোগীদের বেশির ভাগ সময় ঘুমের ব্যাঘাত ঘটে, সহজে ঘুম আসতে চায় না। তাই ঘুম না আসার এই সমস্যাকে গুরুত্বসহকারে দেখতে হবে।

অস্থিরতা

উচ্চ রক্তচাপজনিত সমস্যার ঝুঁকিতে যারা থাকেন, তাদের মধ্যে সব সময়ই অস্থিরতা কাজ করে। বিশেষ করে রাতে ঘুমানোর সময় এই অনুভূতিটি তাদের মধ্যে বেশি দেখা যায়।

রাতে ঘন ঘন প্রস্রাব

রাতে বারবার প্রসাব উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। অতিরিক্ত রক্তচাপ কিডনিতে চাপ দেওয়ার ফলে রাতে ঘন ঘন প্রস্রাব করতে যাওয়া লাগে এই রোগে আক্রান্ত রোগীদের।

মাথা ব্যথা

রাতে ঘুম ভেঙে মাথা ব্যথার মতো সমস্যা দেখা দেওয়া উচ্চ রক্তচাপের লক্ষণ হতে পারে। এ ছাড়া সকালে ঘুম থেকে ওঠার পরও যদি মাথা ব্যথা হয়, তাহলে তা উচ্চ রক্তচাপের ঝুঁকি নির্দেশ করে।

এই সমস্যাগুলোর যেকোনো একটি দেখা দিলে সেটিকে গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে।

প্রয়োজনে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

 

__________________________________________________________

 

 

 

__________________________________________________________

_______

 

 

 

 

 

 

 

  

Loading