দানবীর
✍️ কলমে – মধুমিতা_দেব
প্রথম সূর্যকিরণ তোমার, অঙ্গে পশিল যবে,
কুন্তীমাতার অশ্রুধারায়, সিক্ত হলে গো তবে।
দুর্বাসার আশীর্বাদের ফসল হলে গো তুমি,
দানবীর কর্ণ, তোমার জীবন যে রণভূমি।
সজ্জিত ছিলে, অভেদ্য কবচ আর কুন্ডলে,
সূর্যদেবের আশীষ তোমার জীবনের প্রতি পদে।
তোমা হেন বীর,তবু হোলনা তো ক্ষত্রিয় কুলে ঠাঁই,
নদী থেকে তুলি,পালিল তোমারে সুত-অধিরথ তাই।
রাধার স্নেহে পালিত রাধেও, উন্নত তব শির,
পরশুরামের শিষ্য গো তুমি, শ্রেষ্ঠ ধনুর্বীর।
ভাগ্যের তবু এ কি পরিহাস, ফিরে যে বারংবার,
অভিশাপ দ্বারা গুরুর সেবার, পেলে তুমি উপহার।
বৃশ্চিকের দংশনে হায়, ঝড়ল শোনিতধারা,
সহ্য তোমার কঠিন সময়ে, করল বিদ্যাহারা।
সুতপুত্রের অস্ত্রশিক্ষায় ছিল না তো অধিকার,
ক্ষত্রিয়ের রক্ত শিরায়, তাও যে মিথ্যাচার।
সুতপুত্র বলেই ধুলায়, মিশল তোমার মান, যাঞ্জসেনীও স্বয়ংবরে, করল অপমান।
নিজ স্বার্থেই টেনে নিল কাছে, তোমারে দুর্যোধন,
অধর্মই ধর্ম তোমার, (আর) ধর্ম ভাঙল মন।
ধর্ম রাখতে পাপের সাগর করেছিলে তুমি পার,
কোন মূল্যেই ভোলনি তো কভু, তোমার অঙ্গীকার।
শত প্রলোভনে ভেলোনি ধর্ম, আর নিজ সন্মান,
রক্ষা করিতে মিত্রকে, নিজ জীবন করিলে দান।
দেবরাজ নিল তোমার কবচ, দান ভিক্ষার সাথে,
তোমার রথচক্র গ্রাসিল ভুমি, প্রবল যুদ্ধ মাঝে।
তখনি যে হায়,বিদ্ধ করল, অর্জুনেরই তীর,
সূর্য গেল অস্তাচলে, শান্ত হল বীর।।