চেঙ্গাইল কাজীপাড়ায় দ্বীনিয়াত মুনাজ্জাম মক্তবের ৫ম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ইসলামিক কৃষ্টি ও কালচারকে আরও রপ্ত করা। ওই রকমই এক অনুষ্ঠানে সামিল করলেন মক্তবের কচি-কাঁচাদের নিয়ে। খুদে শিশুরা ঊর্দু, আরবি, ইসলামিক জ্ঞান এমনকি অভিনয়ের মাধ্যমে পরিবেশন করল। মেধায় পারদর্শী প্রতিযোগীরা পুরষ্কার পেল। সাধারণ মানুষ ওই খুদেদের পারফরমেন্স দেখে খুবই উৎসাহিত হয়েছেন।

উক্ত অনুষ্ঠানে শিক্ষানুরাগী বিশিষ্ট সমাজসেবী কাজী ইকবাল হোসেন বলেন, খুদে পড়ুয়াদের পারফরমেন্স দেখে খুবই আপ্লুত এবং গর্ব অনুভব করছি। তিনি ধন্যবাদ জানান শিক্ষকদের। তিনি বলেন বর্তমান সমাজে আমরা ইসলামিক চিন্তাধারা থেকে দূরে থাকার জন্য আল্লাহ তায়লা নারাজ হয়েছেন। আমরা অর্থের পিছনে ছুটতে গিয়ে ভুলে গিয়েছি আমাদের কৃষ্টি কালচার। এমনকি আধুনিকতা বজায় রাখতে গিয়েও প্রতিবেশীদের অবহেলা করেছি। তার কারণেই আমরা নানা ধরণের অশুভ শক্তির শিকার হচ্ছি। তাই বন্ধু সবকিছু বজায় রাখুন। কিন্তু শিক্ষা ও ধর্মকে অবহেলা করবেন না। তিনি একটি লাইব্রেরী করার উদ্যোগ নিয়েছেন। শিশুদের শিক্ষার সাহা্য্য ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এছাড়াও বক্তব্য রাখেন হাফেজ ইদ্রিশ। আল্লাহর দরবারে দোয়া করেন মুফতি এনামূল হাসান। প্রতিযোগীদের বিচারকরা হলেন হাফেজ আকতার, হাফেজ মৌলানা আলাউদ্দিন, হাফেজ সোহরব। উদ্যোগীরা হলেন কাজী নবাব আলী, কাজি আমিরূল, নূরুল মোল্লা, আব্দুল কাদিম, মুফতি এনামূল হাসান প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক মূশা কালি মোল্লা, মুফতি কেফাইলতুল্লা, মহম্মদ সেলিম খান প্রমুখ। ওই মক্তবের পক্ষ থেকে জানা গেল পশ্চিমবঙেগর ৪৫০টি মক্তবে ৪৫ হাজার শিশু পড়াশুনা করছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রামবাসীবৃন্দ।

Loading