নিজস্ব প্রতিনিধি – ২০১ দিন পর দেশে ২০ হাজারের নীচে নামল দৈনিক করোনা সংক্রমণ। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ৭৯৫ জন করোনায় সংক্রামিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৭৯ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৬ হাজার ৩০ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনায় সংক্রামিত হয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ৯৭ হাজার ৫৮১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২৯ লক্ষ ৫৮ হাজার ২ জন। করোনার বলি হয়েছেন ৪ লক্ষ ৪৭ হাজার ৩৭৩ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস ২ লক্ষ ৯২ হাজার ২০৬টি। এখনও পর্যন্ত টিকা নিয়েছেন ৮৭ কোটি ৭ লক্ষ ৮ হাজার ৬৩৬ জন।