ছড়া – “রাজ বস্ত্র “
কলমে – রঞ্জন সরকার
শান্তিনিকেতন, বীরভূম
অতীব সুক্ষ অথবা নেই
দেখছি সবাই পষ্ট,
শিরদাড়া টা খুব টনটন
বলতেই যত কষ্ট।
এড়িয়ে যাবার ছুতোই যারা
বলছে আছে আছে,
তারাই আসল বুদ্ধিজীবী
পিঠ বাঁচিয়েই বাঁচে।
ঠাসা ভিড়ে অনেক শিশু
বলছেও “রাজার নেই তো কাপড়!”
রাজ পেয়াদারা শুনছে কোথায়
কানে তো বাজনা -ঝাঁয় ঝাঁপর।
শিশু দের কথা শুনছে কারা
সংখ্যা তো মোটে কটি,
রাজা তো জানে বকছে বকুক
আমি তো রাজাই বটি।
রাজারা হলো রাজার জাতি
শিশু রা মাতৃকোরে,
রাজা হাসে শুধু মুচকে মুচকে
মন্ত্রী টা হাসে জোরে।
শিশুদের সব চকলেট দাও
মুখে পুরে নিয়ে চুসুক,
রাজ বস্ত্রের হিসেব টিসেব
বোকা মানুষেরা বুঝুক।
শিশু রা সব ফিরে গেছে শেষে
চকলেট হাতে নিয়ে,
রাজা মশায়ের ভাষণ শুনবো
“রাজ জয় গান” দিয়ে ।।।