চিৎকার

কল্যাণ কুমার সাউ

গ্রাম+পোস্ট:ধলভূমগড়, জেলা:পূর্ব সিংহভূম, ঝাড়খন্ড

আচ্ছা তোমরা কি শুনছো, ঐ গগনভেদী চিৎকার,

ঐ দূরের পাহাড়ের পদদেশ থেকে আসছে, ভেসে আমার কানে বারংবার।

আমায় যেন ডাকছে কাছে, বলছে শোনো শোনো তুমি কি শুনতে পাচ্ছো আমার ক্রন্দন,

আমি নিরুপায় অবলা নয়, আমি শক্তিশালী পর্বত, আমি পাথরের তৈরী বিশাল আকারে করেছি ধারণ।

ছুটে যেতে পারিনা আমি, শুনতে পায়না কেউ হয়তো আমার হৃদয়ের স্পন্দন,

আমি কিন্তু নির্জীব নয়, এই দেখো কত বন্যপ্রাণী, কত গাছপালা রয়েছে আমার হৃদয়ে, সবাই আমার নয়ন।

এই বসন্তের শোভায় কত চক্ষু হয়েছে বর্ণ,

মেঘবর্ষা আমার প্রেমে অভিভূত হয়ে, দিয়েছে ধরায় প্রাণ,  আমিই প্রকৃতির স্বর্ণ।

প্রতিদানে দিলে কি তোমরা সবাই??  আমায় মৃত্যু দন্ড,

আমি কোন অপরাধে অপরাধী বল?? মৌনতা ভঙ্গ করে করেছো সকল কান্ড।

মেশিনের দম্ভে আমার হৃদয়, করেছো তোমরা চূর্ণ,

শুধুই লালসা, বাসনার লোভে, বেচেছো নিজের জীবন মূল্য, আজ হয়েছো নিজেও বিদীর্ণ।

কেউ কি নেই, আমার চিৎকারে আসবে ছুটে কাছে,

ঐ নরপিশাচের দলের কাছে, সকলে হেরে বসে আছে।

চিৎকারে আর হয়না হয়তো, বিদীর্ণ কারো হৃদয়,

সবাই বসেছে নিজের স্বার্থে, টাকায় করেছে বিশ্ব জয়।।

………………………………………………………………………………………………….

  •  

  • __________________________________________________________

  •  

  •  

  •  

  • __________________________________________________________

  • _______

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •   

Loading