বসন্তের রঙে

 

স্বপ্না মজুমদার

বসন্ত,বড্ড তোকে নিয়ে মাতামাতি

তবুও আমার মন কেন বসন্তের আবেদনে

সেভাবে মেতে ওঠে না?

পলাশ শিমুলের উচ্ছাস, কোকিলের কুহু তান

ভ্রমরের গুঞ্জন, মহুয়া ফুলের মাদকতা

সব আছে, তবুও কেন আমার মন

শুষ্ক মরুভূমি হয়ে ওঠে, কিছুই  আগের মতো

হৃদয় দুলিয়ে ওঠে না!

গোধূলিতে ওই অস্তরাগ দেখতাম একসময়ে

আজ আর মন ছোঁয় না,

তবুও বসন্ত উচ্ছাস দেখি,ফাগের আবির মাখি

কি যেন মন খুঁজে বেড়ায়, কাউকে বলতে

আজ আর পারি না!

বসন্ত তবুও আসে, রাঙিয়ে যায় এই প্রকৃতিকে

আমি তখন এলোমেলো ভাবনায় ঘুরে ফিরি

যাই পাহাড়ের ধারে,এখন ঝর্ণা ঝরে না

তবে চিহ্ন এঁকে গেছে,

তাই নদীর ধারে,নয়তো সমুদ্রের তীরে

………………………………………………………………………………………………….

  •  

  • __________________________________________________________

  •  

  •  

  •  

  • __________________________________________________________

  • _______

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •   

Loading