বিশ্বকবি রবি
কলমে – নন্দদুলাল মন্ডল
মেদিয়া, উত্তর ২৪ পরগনা
লেখক পরিচিতি : নন্দ দুলাল মন্ডল
পশ্চিমবঙ্গ সরকারের ফিন্যান্স ডিপার্টমেন্টের একজন সাধারণ কর্মচারী হিসেবে কর্মরত। ২০০০ সালে উত্তর ২৪ পরগনা জেলার মেদিয়া নামক একটি ছোট্ট গ্রামে জন্ম। মা ঝর্না মন্ডল। সেখানেই মেদিয়া বাস্তুহারা উচ্চ বিদ্যালয় থেকে স্কুল জীবন শেষ করে পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি (মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ) থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে বিটেক। পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকারের সংশোধনাগার দপ্তরে একটা সময় বেশ কিছু দিন কাজ করার সুযোগও হয়। ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি চলতো লেখালিখিও। আমি কোনো কবি বা লেখক নই, আমার অনুভূতি মিটারে যে সমস্ত বলতে না পারা অনুভূতি বারেবারে ধরা দিয়েছে তাই বেরিয়েছে আমাদের কলমের খোঁচায়। ২০১৭-১৮ সাল থেকে শুরু বিভিন্ন পত্রিকা,সংকলন গুলোতে লেখালেখি। ২১শে ফেব্রুয়ারি ২০২৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ত্রিপুরা আগরতলা বইমেলাতে থেকে প্রকাশিত হয়েছে উপন্যাস “জেলের গরাদ ভেঙে সন্ন্যাসী ” । এছাড়াও প্রকাশিত হয়েছে নীলবাতি, বিরহীনির মতো গল্প গুলোর পাশাপাশি একাধিক কবিতা।বর্তমানে সমাজধারা, সমাজ ভাবনা,আলোর সন্ধানে, উৎস(অনলাইন) ইত্যাদি পত্রিকা গুলোতে কমবেশি নিয়মিত লেখালেখি করা হয়ে থাকে।
…………………………….
(১)
রবি মানে তীরে ভাসাবে না তরী,
রবি মানে সুরে গান
রবি মানে শুধু নৃত্য নয়
রবি বাঙালির প্রাণ
রবি মানে শুধু বাঙালিও নয়
রবি মানে উৎসব
রবি মানে এক নিত্য নতুন
রবি মানে কলোরব।
রবি নামেতেই বিপ্লব
তাতে বঙ্গভঙের ছোঁয়া
রবির তৈরী গোরাতেই
আছে পরিবর্তনের ধোঁয়া।
রবি মানে শুধু লেখক নয়
নয়কো কবিতা
রবি মানে আছে বিশ্বভারতী
আছে উজ্জ্বল সবিতা (সবিতা মানে সূর্য)
রবি নামে আছে বঙ্গভঙ্গ
ধর্মকে করে জয়
ব্রিটিশ থেকে কার্জন
সে কাউকে পাইনি ভয়।
রবি নামেতেই প্রথম নোবেল
হিংসা বহু দূরে
১৯শে তে ওই জালিয়ানওয়ালাবাগ হতে
নাইট দিয়েছে ছুঁড়ে।
(২)
কতকাল আজ কেটে গেছে
দেখো তুমি জেগে আজও থাকে
হয়তো একেই সবাই সৃষ্টি বলে
তবে রবিকে মানে নাকো।
ভাষাতে তোমার মত দক্ষ নই
ক্ষমা করো তুমি রবি,
আমি না হয় এমনই রবো
রবো আগামীর মূর্খ কবি