ভয় নেই
কবি – কল্যাণ কুমার সাউ
গ্রাম+পোস্ট:ধলভূমগড়, জেলা:পূর্ব সিংহভূম, ঝাড়খন্ড,পিন:৮৩২৩০২
বসেছি একাকী খোলা বাতাসে, নীল নবগনে উচ্ছাসে,
গোধূলির বেলা, ছড়ায়ে লালিমা, সুগন্ধ ছড়ায় বাতাসে।
রাখাল বালক ধেনু দল নিয়ে, ফিরছে গৃহে মনের সুখে,
মাদলের ধুনে পক্ষী কলরবে, চায়না ফিরতে গৃহ অভিমুখে।
হঠাৎ এক কালো মেঘের কনা, ভাসলো মেঘের সাথে,
লাল বিকিরণ ছায়া হয়ে কালো, ঘনালো মেঘের পথে।
দৈতের মত হুঙ্কারে দিলো, সচেতন বার্তা দিলো ক্রুর স্বরে,
দৌড়ে পালায় যে আছে যেথায়, নিজ গৃহ অভিমুখ করে।
ভয় কি আমার? করিনি অনিষ্ট কারো, থাকলাম নির্ভয়ে,
মাথার উপরে বজ্র ধ্বনিতে, উন্মাদ দেয় নিজ পরিচয়ে।
হোক না মরণ একবার হবে, মরবো না নিয়ত প্রতিদিন,
বাঁচবো যদি নির্ভয়ে বাঁচি, নিত্য কেন ভয়ে কাটে দিন?
কাটলো আঁধার উজ্জ্বল হলো, আকাশের কোলে চাঁদ,
জ্যোৎস্নায় হলো আলোকিত পথ, পড়লো না আর ফাঁদ।
অনুভূতি হলো থাকি যদি সৎ, ভয় নেই আসলেও বিপদ,
পথ ভ্রষ্ট হয়োনা যেন, সমূহ থাকনা যত জটিল পথ।।
……………………………………………………………………………………………………