ভগ্ন হৃদয়
কলম – প্রসূন বিশ্বাস
৪সি কাশী নাথ দত্ত রোড, কলিকাতা ৭০০০৩৬
তোমার মনে পড়ে আমার প্রাসঙ্গিকতা?
আমার তোমার কৈশোরের ইতিকথা।
আকাশ বাতাস অন্বেষন করে না ঐ শীতে ,
অনাহুত আমি আসে না কেউ আগলে নিতে।
বিষন্নতার আবাহনে নিষ্পেষিত মন ভারাক্রান্ত।
অজানা আঁধার আজ নীরব কল্পনার সন্মোহীনে।
নতুনত্ত্বের নিঃসঙ্গ মোড়কে অনন্ত পথ চলা।
ঐ সাগরতটের পাশাপাশি বসার মুহূর্তকাল।
পায়ে পায়ে হেঁটে আসা সমস্ত রাস্তা গুলো জানে।
ঐ চেনা বাতাসে উড়ে স্বপ্নের প্রেমিক ও মানে।
চলো যাই না ঐ দূর দিগন্তে মধুর আবেশে।
কানে কানে বলি দুদন্ড কথা ভালোবেসে।
অজানা দুঃখিত মন মেঘমল্লারের সাথে এসে,
ঐ নদীর স্রোতের বিপরীতে বালুচরে বসে।
ঠোঁটৈ ছড়িয়ে কালের আবর্তনের বিষন্নতা।
প্রবাহের বিপরীতে তবুই তোমাকেই চাওয়া।
জ্যোৎসনার মতো মোর চোখে অফুরন্ত স্নিগ্ধতা।
পুড়ছে মোর হৃদয় পুড়ছে সঙ্গে অন্তরাত্মা।