ভালোর আলো

✍ – ছবি বর্মন

Village+Post -Bhagabatipur PS -Kumarganj District -Dakshin Dinajpur

Pin no-733141 Phone no -8768833931

অবিশ্বাসীর দলে সব ই

বিশ্বাসী মিলে কই ,

মিত্র রূপে শত্রু সব ই

চুপ করে তাই রই ।

ভালো মানুষ হয় না আবাদ

বৃথাই করি চাষ ,

গরু গাধায় ভরছে গোয়াল

খাচ্ছে কেবল ঘাস ।

রামের দোষ শ্যামের ঘাড়ে

নয়কে করে ছয় ,

ছলা কলায় ব্যাস্ত যারা

তাদের ই হয় জয় ।

ঠেলা ঠেলি করে মানুষ

যাচ্ছে রসাতল ,

শয়তান খেলে বুদ্ধির ‌খেলা

প্রাণে মরে দুর্বল ।

গুন্ডা ,ডাকাত,ছ্যাঁচড়া চোরে

দেশটা গেল ছেয়ে ,

মদ -মাতালের বাড় বাড়ন্ত

লুট হয় কত মেয়ে ।

হিংসা লোভের চিত্র দেখে

মনে দুঃখ পাই ,

ফিরবে কি আর ভালোর আলো

ফিরবে মোদের ঠাঁই  ?

 

……………………………………………………………………………………………………

 

 

 

Loading