বে-রঙ স্মৃতির পাতায়

কলমে  : – স্বপ্না মজুমদার

পুণে, মহারাষ্ট্র

 

যতোই ভালোবেসে যাও গোপনে

সম্পর্ক সম্পৃক্ত হয় না মননে

নামহীন সম্পর্কগুলো বে-রঙ হয়ে স্মৃতির

পাতায় জমতে থাকে।

আসলে, সম্পর্কগুলো ভিজতে চেয়েছিল

মনের রঙে, ভাসতে চেয়েছিল প্রানের ভেলায়

নিজের মতো, থাকতে চেয়েছিল

উজ্জ্বল ফ্রেমে অটুট হয়ে।

এই সম্পর্কগুলো বাঁধনে রাখা খুব মুশকিল

সহজেই হারিয়ে যায়,মূল্যায়ণ না পেলে,

হারিয়ে যেতে যায় সুক্ষ্ম কথা অভিমানে।

আসলে এই সম্পর্কগুলোতে সহজেই

ঘূণ পোকারা গ্ৰাস করে।

কিছু সম্পর্ক বারে বারে মনের দরজায়

বলে যায় কতোই কথা,

কিছু গোপন‌ মনের সম্পর্ক ছলনা বাক চাতুরীর

স্বীকার হয়, যখন বুঝতে পারে,সত্যতা,

তখন ছিটকে সরে আসতে চায়,মনের

সকল বাঁধন ছিঁড়ে।

প্রানহীন এই সম্পর্ক গুলো নীরবে বসে আঁচল ভেজায়

তবুও দাবি করে না কোনো কিছুই আত্মসম্মান নিয়ে আসে সরে।

আসলে,যে কোনো সম্পর্ককেই ভালোবাসলে

আগলেও রাখতে হয়,মনের টানে।।

………………………………………………………………………………………………………………

 

Loading