বাঁধাডোর

কলমে – রুনা সেনগুপ্ত

সোদপুর, পল্লীশ্রী, উঃ২৪ পরগনা

……………………..

সংসার বনাম সাহিত্য

ময়দানে লড়াই নিরন্তর,

একাকী খেলছো তুমি

বাকি দর্শক যন্তর।

লড়ে যাও এভাবেই

তোমার যা কিছু আছে

তাই নিয়ে নিবারণ

জীবন এভাবেই বাঁচে।

মেয়ে তুমি এটাই শাশ্বত

বাধার প্রাচীর থাকবেই,

চৌকাঠে পা রাখবে

ওরা তো তোমাকে বাধবেই।

তুমি ঘরের বৌ মাজবে বাসন

ঝাঁটা দেবে রাঁধবে বাড়বে,

যতন করো সবার

কেন কলমের ধার ধারবে?

কবি সভায় তোমার আসন

কথা ছিলো নাতো বসবার,

নারী তোমার মুক্তির সূতো

এতটাও যায় না ছাড়া আর?

সময় পেলে লিখো যাহোক

আছে তো পুরোনো খাতা,

কতটা আর পারো তোমরা

লিখো কিছু নাহয় যাতা।

সমাজে আজও নারীর আসন

ভাবছো উদার সুরে সাধা?

উড়তে দেবো ঘুড়ির মতন

আকাশ দেখো সূতো তোমার লাটাইতেই বাঁধা।

Loading