আশা রাখি দেখা হবে

রুনা সেনগুপ্ত

Sodepur, Pallysree, Ashrom Road

 

নোঙর বাঁধা ঘাটে রোদ আসে না তেমন

ঠিক যেমন, ভালবাসাহীন এ মন।

হীম বাতাসে ভারাক্রান্ত নদী

দেখতে অবিকল ধ্রুব তারার মতন।

খোঁপা হতে খসে পড়ে ফুল

চমকে নাই দমক;

এ পারে জমানো যত ব্যথা

কাঁটাতারে ভাসা’ভাসা,,,

কৃষ্ণা গদাবরীর গর্ভে উথলে ওঠা ঢেউ।

 পার ভাঙা রিক্ত আশা

নিথর নিঃসঙ্গ আকাশ

সে গর্জায়  না বর্ষায় না

 মাটির বুকে খোঁজে কঙ্কন,কানপাশা,,,

বাঁচাবার মতো নেই কেউ।

 ত্রাহি ত্রাহি রব তুলে মাঝে মাঝে বলে

ওওও মাঝি তুমি কোথায়?

 প্রতি প্রহরে নিস্পন্দ কেন? ফুলহীন শূন্য বাগান!

 বিশ্বাস কর মাঝি তুমি হীনা আমি

 যে একদম একা।

ছুঁতে না পারা লজ্জায় অবগুন্ঠনে ঢাকা মুখ

কালো রাত ঘনীভূত আজ নিকষ কালোয়,

মাথা উঁচু করে বাঁচা হয় না তোমার

নিমজ্জিত মুখোশ ছাপিয়ে।

ভালো আছি, আছিতো ভালো

দেখাতে গেলো দিন যাপনের অধ্যায়,

দিক দিগন্ত হাহাকারে আর্তনাদ

তবুও ভালো আছির মহোৎসব।

আসে ফাগ রক্তলেখায়

ধুয়ে মুছে সাফ ধর্ষণ কালি

তবু রোজের মতো আকাশ জুড়ে

আলো ছড়ায় চাঁদ এক ফালি!

অসহায় শিকল বাধা হাতে পায়ে

তারস্বরে মুক্ত আছির মিছিল চলে,

কান্না মেশা হাসির বিষাদ দেখো তুমি

দিনের পরে দিন আসরে নিত্য লীলা।

বিপ্লবের বীজ বোনে কি?

গাঢ় রাত্রির অভিসার জুড়ে তিলে তিলে?

জানা হয় না আর জীবন যুদ্ধে প্রবাহের

গোপন কক্ষে!

চেতনার অন্ধকারে সুক্ষ আলোর রেখা

কি জ্বালছে কোথাও কোনোখানে

আসন্ন সন্ধ্যা জুড়ে প্রদীপ বিরহিনী

আলোর বিস্ফোরণে!

আশা রাখি দেখা হবে মনুষ্যত্বের দরবারে

যে আশায় প্রাণ দেয় চাষা,

দিগন্ত ছোঁবে একদিন সুনীল আকাশ

মেঘ মুক্ত, জঞ্জাল মুক্ত সমাঝের সংসারে

চেতনার উজাগর পূর্ণিমায়।

নতুন দিনের নতুন সূর্য্যদয়ে দ্বিধাহীন

পৃথিবীর মানুষ নির্ভয়ে হাতে তুলে নেবে

আগামীর প্রজন্মের রক্ষনাভার,

শ্বাস নেবে পৃথিবী নির্মল বাতাসে

অবসান হবে সকল যন্ত্রণার।

………………………………………………………………………………………………….

  •  

  • __________________________________________________________

  •  

  •  

  •  

  • __________________________________________________________

  • _______

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •   

Loading