সমগ্র সৌরমণ্ডলের অধিকর্তা রবি,
তাই রবিকে বলা হয় গ্রহ পিতা
পন্ডিত চন্দন দাস
মোবাইল: ৯৮৭৪০৪২২৯৯
সমগ্র সৌরমণ্ডলের অধিকর্তা রবি। রবিকে তাই বলা হয় গ্রহ পিতা। রবি পৃথিবী থেকে প্রায় ৯৩০ লক্ষ মাইল দূরে অবস্থিত । সৌরমন্ডলে অবস্থিত সকল গ্রহদের মধ্যে সর্বাপেক্ষা বড়। সমস্ত গ্রহ গুলি একত্র করলে তাদের সমষ্ঠিগত আয়তনের প্রায় ৭৫০ গুন বড়। রবি ব্যাস পৃথিবীর ব্যাস এর থেকে একশো দশ গুন বেশি-প্রায় ২৭,১৯০০০ মাইল।
রবি সৌর পিতা -জগতের পিতা। রবির আলো পৃথিবীতে না এলে সৃষ্টি হত না গাছপালা, জীবজন্তু কিছুই
জন্মাতো না। রবির কাছ থেকে আমরা পাই জীবন, দেহ।
রবি মোদের জন্মদাতা -পিতা। রবি আমাদের রক্ষা কর্তা। দেহের কোষ বৃদ্ধি ও জীবন শক্তির কারক- শ্বাস-প্রশ্বাসের কারণ ।রবি আমাদের সজ্ঞান তার প্রতীক -আমাদের বাঁচবার আগ্রহ ও ইচ্ছা।
পিতার বিচার করা হয় রবির থেকে। স্ত্রীলোকের কুষ্টিতে ও তার স্বামীর বিচার করা হয় রবির থেকে।
রবি মালিক, মনিব অথবা সরকারকে নির্দেশ করে ।রবি heart বা হৃদয়ের নির্দেশ করে। চক্ষু (পুরুষের ডান স্ত্রীলোকের বাম) মুখ প্লীহা গলা ও মস্তিষ্ক নির্দেশ করে রবি।
রবি পিড়িত হলে heartএর অসুখ নির্দেশ করে-দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়।শনির দ্বারা পিড়িত রবি নিম্ন রক্তচাপ এবং বৃহস্পতি দ্বারা পিড়িত হলে উচ্চ রক্তচাপ জনিত রোগ ভোগ করে।
মঙ্গলের দ্বারা পিড়িত রবি রক্তক্ষরণ বা cardiac thrombosis রোগ সৃষ্টি করে। পিত্ত রোগ ও হয়ে থাকে।cerebral manegitis রোগ হতে পারে।
রবি শুভ থাকলে বিশ্বজনীনতা , বিশ্ব প্রেম দিড়তা ইত্যাদি নির্দেশ করে। নিজের প্রচেষ্টা , একাগ্রতা ইত্যাদি নির্দেশ করে। নিজের পদমর্যাদার বহু উঁচুতে নিয়ে যেতে পারে একমাত্র রবি। অসাধারণ সহজাত গুণ ও উচ্চাভিলাষ তাকে চরম মর্যাদায় নিয়ে যায়।শুভ অবস্থায় রবি মান-মর্যাদা বদান্যতা কর্তৃত্ব করার যোগ্যতা সাহস মহানুভবতা দেয়।পিড়িত হলে রবি ঔদ্ধত্য, প্রতারক , অবিশ্বাসী, ক্রোধী, স্বার্থপর করে তুলে।
রবি সাধারণত স্থায়ী এবং সরকারি চাকরি নির্দেশ করে। যদি স্বাধীন ব্যবসায় লিপ্ত হয় তাহলেও তার স্থায়িত্ব থাকবে। পিতার সূত্রে পাওয়া ব্যবসা বা পিতার টাকায় ব্যবসায় উন্নতি ঘটবে।
রবি বুধ ও বৃহস্পতি যোগে ভালো চিকিৎসা হয়। রবি মঙ্গল সহযোগে শল্য চিকিৎসক হয়। রবি শুক্র মঙ্গল ও শনি সহযোগে যৌন রোগের চিকিৎসক হয়ে থাকে।
রবি শনি শুক্র সহযোগে চর্মরোগ বিশেষজ্ঞ হয়ে থাকে। রবি নির্দেশ করে পূর্ব দিক।
রবির সংখ্যা- ১ এবং ৪।
রবি রত্ন- চুনি ও হীরক।