অনন্ত গোধূলি

বিধাননগর উল্টডাঙ্গা

ক্লান্ত দুচোখ খুঁজে চলে পড়ন্ত বেলায়, কল্পনায় ফাঁকে

অভিমানী খেয়ালী মন ধেয়ে চলে জীবনের শেষ বাঁকে ।

এক শিশির ভেজা নতুন সকালে, হঠাৎ পেলাম তাকে

প্রথম দেখা ভালোবাসার দিনগুলো সব তোমায় ডাকে।

হাওয়ায় ভাসে,আমার পাশে, ইচ্ছা মেঘের পালক

হাসাও তুমি,কাঁদাও তুমি,খেয়াল খুশির চালক ।

সকাল বিকাল সন্ধ্যা ঘুরেও, মেটেনা বাসনা কামনা

বুকের ব‍্যথা দীর্ঘায়িত হয়, সহেছি মরমে যাতনা ।

মেঘের মাঝেই কত মেঘ! কত রদ্দুর করে বাস

মনের মেঘ কলো হলে, বৃষ্টি ঝরে বারোমাস ।

নিয়মের ভারে সমাজ দিয়েছে, উঁচু প্রাচীরের বেড়া

এই পৃথিবীর সুখ দুখঃ,  জীবন জোয়ারে ঘেরা ।

আমরা দু-জন এক পৃথিবীতে, তবু এপার ওপার থাকি

প্রেমকে অলংকার করে, সংলাপে একাটাই রাত জাগি।

দিনের শেষে গল্প গাথা, নকশী কাঁথার মাঠে

জীবন নিয়ে কানামাছি খেলা, গোধূলি বেলার পাটে ।

………………………………………………………………………………………………….

  •  

  • __________________________________________________________

  •  

  •  

  •  

  • __________________________________________________________

  • _______

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •   

Loading