আমাদের হেনরি

                         

কলমে – সোমনাথ ঘোষ                          কন্ঠে – সুজাতা ঘোষ

আবৃত্তিটি শুনতে এখানে ক্লিক করুন

আমাদের হেনরি
সোমনাথ ঘোষ

মিলন পল্লী কোঅপারেটিভ, সোনারপুর , কলকাতা – ৭০০১৫০, ফোন ৯০৩৮০৫৭৬১২

আমাদের হেনরি ঘরে কাজ পায়নি
কারখানা বন্ধ কাজ হারা হেনরি
কেরালায় চলে যায় দুবেলা ভাত পায়
ঘরেতে টাকা পাঠায় হেনরি।
বউ ছেলে মা বাঁকুড়ায় দুবেলা কেটে যায় ।
ভিনদেশে রয়ে যায় আমাদের হেনরি।
হঠাৎ করোনার ঝড়।
দেশ হলো তোলপাড় ।
আটকিয়ে গেলো আমাদের হেনরি।
বাড়িতে বউ ছেলে মা । আর তর সয় না ।
খালি পেটে হাঁটা দিল হেনরি।
পথে সাথী হলো লাখো লাখো হেনরি ।

ডাল ভাত নেই পেটে। টাকা নেই পকেটে ।
ফোন তবু করলো বাঁকুড়ায় ।
ছেলে বউ জানিনা কেমন আছে।
ওপারে কেউ বলে দিলো
করোনায় তারা মারা গেছে।

ফুঁসে ওঠে আমাদের হেনরি
বাংলায় কাজ নেই রুটি নেই।

কাজ চাই কাজ চাই নিজ ঘরে
শুরু হলো প্রতিবাদ পতাকা উঠলো হাতে
কাজ দাও ভাত দাও বাঁচতে দাও ।
নেতাদের চুরি কোটি কোটি
শ্রমিকের পেটে নেই রুটি

এই ভাবে মরে গেলো আমাদের হেনরি।

Loading