নিজস্ব প্রতিনিধি – জন্ম হার আশংকাজনকভাবে কমে যাওয়ায় দম্পতিদের আরো বেশি শিশু জন্ম দিতে উৎসাহিত করার লক্ষ্যে স্বাস্থ্যগত কারণ ব্যতীত গর্ভপাত নিষিদ্ধ করেছে চীন। গর্ভপাত নারীস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটি নারীদের উর্বরতায় নেতিবাচক প্রভাব ফেলে- যুক্তিতে ২০১৮ সাল থেকে এ বিষয়ে কঠোর হওয়া শুরু করে চীন। ওই বছর বিবাহবহির্ভূত যৌনতাজনিত কারণে গর্ভপাত নিষিদ্ধ করেছিল দেশটির সরকার। সাম্প্রতিক আদেশে তার ব্যাপ্তি আরও বাড়ানো হলো। দেশটির জাতীয় হেলথ কমিশনের তথ্য বলছে, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল- চার বছরে চীনে গর্ভপাত করিয়েছেন ৯০ লাখ ৭০ হাজার নারী, যা তার আগের চার বছর, অর্থাৎ ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত মোট গর্ভপাতের চেয়ে ৫১ শতাংশ বেশি।
তবে এসব গর্ভপাতের মধ্যে স্বাস্থ্যগত কারণে কতজন নারী গর্ভপাত করিয়েছেন, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। চীনে বর্তমানের যে নিম্ম জন্মহার তার সঙ্গে সরকারের সাম্প্রতিক এই আদেশের কোনো যোগসূত্র আছে কিনা তাও স্পষ্ট করেনি দেশটির মন্ত্রণালয়।