আজি এ বসন্তে
কলমে,- শ্রী সুবোধ চন্দ্র সরকার(আইন জীবি)
বেহালা,কলকাতা
কবি পরিচিতি —-
ঠিকানা – বেহালা,কলকাতা-৭০০০৫৩
জন্ম – ১৩৬২, ৪ঠা অগ্রহায়ণ (ইং_ ২০শে নভেম্বর, ১৯৫৫) মাতুলালয় মুর্শিদাবাদ জেলার বড়ঞা গ্রামে।
পৈতৃক আবাস – বীরভূম জেলার অন্তর্গত তরুলিয়া গ্রামে৷
পিতা– নারায়ণ চন্দ্র সরকার, মাতা – বাসন্তী সরকার,
শিক্ষা – বীরভূম জেলার তরুলিয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা শুরু। কলকাতা বিশ্ববিদ্যালয়ের চারুচন্দ্র কলেজ (নৈশ) থেকে সাম্মানিক সহ স্নাতক ডিগ্রি অর্জন। যোগেশচন্দ্র চৌধুরী কলেজ থেকে আইনে স্নাতক, এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে এম.কম. ডিগ্রি লাভ৷
সাহিত্য জীবন – কলকাতায় লেখা প্রকাশ রবীন্দ্র ভারতী সোসাইটিতে, কড়ি ও কোমল সাহিত্য পত্রিকায়। সাহিত্য জগৎ প্রকাশনায় দুইটি গ্রন্থ প্রণেতা “সাহিত্য মঞ্জুরী” এবং ” ‘কাব্য মঞ্জুরী” বহু সাহিত্য পত্রিকার সাথে যুক্ত এবং লেখা প্রকাশিত৷
……………………………………
শীতের অবসানে জাগরিত ঋতুরাজ বসন্ত,
প্রেমের জোয়ারে ভরা হৃদয় আজি অশান্ত।
এসো মোর প্রিয়া সকলি যাও ভুলিয়া,
আনন্দে ওঠো মাতি, হৃদয়ের দ্বার দাও খুলিয়া।
বসন্তে পরনে পরিহিত বাসন্তী বাস,
কোকিলের কুহুতানে মন হয়েছে উদাস।
বহিছে চৌদিকে মহুয়া পলাশ ফুলের সুবাস,
জেগেছে সহসা হৃদয়ে সখী প্রেমের আভাস।
গাছে গাছে হেরি নব নব কিশলয়,
দিকে দিকে বহিছে যেন মধুর মলয়।
মোরা দুজনে পাগল হবো হয়ে প্রেমময়,
হৃদয়ে জাগিবে মোদের অপরূপ এক বিস্ময়।
রঙে রঙে রঙিন হবো মোরা,
দিকে দিকে বেড়াবো ঘুরি ,হয়ে বাঁধন ছাড়া।
পেয়েছি হৃদয়ে আজি নব হিল্লোলের সাড়া,
আজি এ বসন্তে যুগলে হয়েছি তাই আপন হারা।
………………………………………………………………………………………………….
-
-
-
-
__________________________________________________________
-
-
-
-
-
-
-
__________________________________________________________
-
-
_______
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-