গাছ লাগাই
রচনা – শ্যামল মুখার্জ্জী
* গাছ লাগাই *
*কলমে -শ্যামল মুখার্জ্জী*
আসুন আমরা সকলে গাছ লাগাই,
প্রকৃতিকে সুন্দর রাখতে চাই।
প্রকৃতি সুন্দর মানে পৃথিবী সুন্দর,
তার সাথে সুন্দর হবে আমাদের ঘর।
গাছ আমাদের অক্সিজেন দেয়,
পরিবর্তে দূষিত
কার্বন-ডাই-অক্সাইড শুষে নেয়।
গাছ আমাদের ফুল দেয়, ফল দেয় ভাই,
আসুন আমরা শপথ করি, গাছ কাটব নাই।
গাছ আমাদের ছায়া দেয়, পশুপাখিদের দেয় আশ্রয়,
আসুন আমরা গাছ লাগাই, করব মোরা জয়।
পরিবেশ সুন্দর রাখতে গাছকে চাই,
আসুন আমরা সকলে গাছ লাগাই।
গাছ আমাদের জীবন, গাছ আমাদের প্রাণ,
গাছ আমাদের বাঁচিয়ে রেখে,
করে অক্সিজেন দান।
গাছের উপকার আমরা কখনো ভুলব নাই,
আসুন আমরা সকলে গাছ লাগাই।
বেড়েই চলেছে বিশ্ব উষ্ণায়ন,
এর জন্য গাছের একান্তই প্রয়োজন।
বিশ্ব উষ্ণায়ন রুখতে তাই,
আসুন আমরা সকলে গাছ লাগাই।
……………………………………………………………………………………………..
পরিচিতি
কবি ও সাহিত্যিক – শ্যামল মুখার্জ্জী।
মোবাইল নাম্বার -9775990958
ইমেইল – shyamalmukherjee561@gmail.com
( ৬)ঠিকানা- শ্যামল মুখার্জ্জী। পিতা -ঈশ্বর নারায়ণ মুখার্জ্জী। মাতা -ঈশ্বর মায়া রানী মুখার্জ্জী।গ্রাম -রাধানগর( সায়ের পাড়া) পোস্ট বন রাধানগর। পিন ৭২২১৫৭, ফোন নম্বর ৯৭৭৫৯৯০৯৫৮
(২ )।জন্মস্থান -বৈঢ্যা, পাঁচাল,বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ভারত। জন্মতারিখ ১০/০১/১৯৬৬ (৩ )বয়স- ৫৮ বৎসর। (৪ ) পেশা -শিক্ষকতা। (৫) শখ- লেখালেখি ও সমাজ সেবামূলক কাজ।
(৭) সাহিত্য জগতে অবদান- মোট ৩০টি যৌথ সংকলনে লেখা প্রকাশিত হয়েছে। এবং একটি একক বই প্রকাশ ছোটদের জন্য নীতি শিক্ষামূলক গল্প ।
(৯) বিশেষ কোন বার্তা -লেখালেখির কাজ এবং সমাজসেবামূলক কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা।