কবিতা :- তাল
কলমে – সুশান্ত সাহা
পাড়াতে পাড়াতে বলছি খুলে
সব ঘুরে ঘুরে
মিথ্যেরা মেলেছে ডানা অন্ধকারের
আলো মুছে মুছে
ঘর বার করোনা আর
দ্যাখো সুরে সুরে
বেঁধে বেঁধে স্বরলিপি নতুন
গাইছে দুনিয়া জুড়ে ۔۔۔
ঢেউ এর মতো আছরে পড়ছে
মাথা কাতারে কাতারে
কোনো পথ নেই খালি
ভাঙছে জোয়ার আছরে পাচড়ে
ঘন মেঘ লুকিয়ে ছিল যত
আজকে দেখো আকাশে আকাশে
ঢেকেছে রোদের বন্যা মেঘের চাদরে
আঁকি বুকি চঞ্চল বাতাসে
ঝরবে দেখো এবার কেমন
পাহাড় বেয়ে হবে নদী
কল কল শব্দে খুঁজবে অনশনে
আমাদের সন্তান সন্ততি
۔
স্বপ্ন ছিল যত প্রতিজ্ঞায়
সুদৃঢ় সোজা শিরদাঁড়া
ঘুরছি পাড়ায় পাড়ায় নাড়ছি
একে একে সব করা ۔۔۔۔۔