কবিতা – ” জীবন বড় কাঁদছে “

কলমে – জয়দীপ রায়চৌধুরী

ঠিকানা: ডিএ-২,সেক্টর-১,সল্টলেক,

কলকাতা-৭০০০৬৪.ফোন:9831870238.

হোয়াটস অ্যাপ নম্বর:9831870238.

 

জীবন বড় যন্ত্রণাময়

জীবন বড় কাঁদছে,

জীবন বড় দুর্বিষহ

জীবন বড় কষ্টের।

জীবন বড় যন্ত্রণাময়

জীবন বড় কাঁদছে

জীবন বড় অসহায়,

জীবন বড় কাতর,

জীবন বড় কাছে পেতে চায়

সহানুভূতির স্পর্শ।

জীবন মানে

মানুষে মানুষে ভালবাসা

মানুষের মনুষ্যত্ব।

জীবন বড় যন্ত্রণাময়

জীবন বড় দুর্বিষহ

জীবন বড় কষ্টের,

জীবন বড় যন্ত্রণাময়

জীবন বড় কাঁদছে।।

 

Loading