কবিতা – নবজাগরণ

কলমে – পিয়ালী রায় কুণ্ডু

 

শুধুই কি ৫ই সেপ্টেম্বর,তা নয়,

শিক্ষক দিবস উপলক্ষে ও নয় ,

 এই সমাজের শিক্ষার প্রয়োজন আমূল পরিবর্তনে।

মানবিকতার বিচারে, মনুষ্যত্বের বিচারে,

সঠিক নৈতিকতায় পাঠের প্রয়োজন……

 সঠিক আদর্শে আচরণ গড়ে ওঠা প্রয়োজন,

যথাযথ গুরুজনদের  সম্মানের প্রয়োজন।

গুরুকে শ্রদ্ধায়,

তাঁর ইঙ্গিতে জীবনে পথ চলার প্রয়োজন।

তাঁর শিক্ষায় নৈতিক ও মানষিক বিকাশের প্রয়োজন।

বর্তমান পরিস্থিতিতে অনাচার, কটুক্তি , প্রতিহিংসা, পাশবিক নির্যাতন, অবমাননা সকল কুকর্মের ধ্বংসের প্রয়োজন।

পুস্তকবিদ্যা পুঁথিগত পাঠের জন্য,

ডিগ্রী আজ নগণ্য …..।

বিজ্ঞানের আধুনিকতার খোলস সকল,

 পেশা শিক্ষায় অবিবেচক যখন…..।

যাঁর উপলক্ষে আজ এই উদযাপন,

হোক নবজাগরণ …..

হে শিক্ষক,

হে মানুষ গড়ার কারিগর,

তোমার শিক্ষায় অবাধ বিচরণে, নম্র ভদ্র আচরণে নতুন করে গড়ে উঠুক সমাজ।

তুমি রক্ষা করো তুমি রক্ষা করো

 

Loading