কবিতা :- মা ভগবতী

কলমে – সুশান্ত সাহা

 

বাজছে ঢাক কাঁসর ঘন্টা

খুলছে কেমন সুর

তাক ধিনা ধিন  নাচ্চ্চে

দেখ সমস্ত অসুর ۔۔۔

দূর্গা হাসে  আবছায়াতে

কার্তিক গনেশ সাথে

অকাল বোধনে ঠিক করেছে  

  মারবেনা আর ভাতে

 

হাসি ঠাট্টা চলছে বেশ

দুর্গাই নাকি সব

খালি পেটে দেবেই ভাত

হয় যদি উৎসব

এই দুগ্গা সেই দুগ্গা

লক্ষ জনের মা

এক কথার মানুষ  নয় সে

নিজেই উপমা . . 

 

চিন্তা -ভাবনা নেইতো আর

আরামেই দিন গুলো

দুর্গারা সব হঠাৎ শুনি

গর্ভবতী হলো

কেউ বা লক্ষ্মী কেউ বা সীতা

নানান নাম পেলো

স্বপ্ন সব চূর্ণ করে

অসুর ই  জন্মালো !

 

ভয়েতে সব  জড়ো সড়ো

কি হবে  হায় হায়

অনশনে ছেলে মেয়ে 

কে নেবে তার দায় ?

হঠাৎ দেখি নিমেষ পানেই

নামলো মানুষের ঢল

পথে পথে আমরা সবাই

সাথে ও মফস্বল ۔۔۔۔۔۔۔۔

Loading