কবিতা – ব্যস্ততার হিসেব

কলমে – স্বপ্না মজুমদার

 

আজকের জীবন যুদ্ধে মানুষ ব্যস্ত বড় বেশি

কিছু মানুষ ব্যস্ততার অজুহাতে এড়িয়ে চলে

কিছু প্রিয় আপন মানুষ!

প্রথমে সেই মানুষগুলো অবুঝ থাকে পরবর্তিতে

বোঝে ব্যস্ত থাকা মানুষটি নীরবে কি বলতে চায়?

এড়িয়ে যাওয়া মানুষটিকে বুঝতে অসুবিধা হয় না তেমন চোখ রাখে তার জীবনের পথ চলায়,সরে আসাটাই তখন উচিৎ মনে হয়।

ব্যস্ত হয়ে ওঠে সেও বিভিন্ন কাজে,ব্যস্ত রাখে নিজেকে ধীরে ধীরে মনের অভিমানগুলো কমতে থাকে, মন আপনিই ভালো হয়ে ওঠে নিজের ব্যস্ততায়।

অভিমানের আরেক নাম ভালোবাসা, যে মানুষটা, এই অমূল্য ভালোবাসা অবহেলা করে, সে,কখনও তার ভালোবাসা পাওয়ার যোগ্য হতে পারে না! সেখানে সম্মান নষ্ট করার কোনও প্রয়োজন নেই, এ জগতে একলা থাকা শিখতে পারলে সুখী হওয়া যায় অনেক বেশি।

একলা থাকতে গেলে সমাজ থেকে কিছু উপকরণ খুঁজে

নিতে হয়, কারণ এভাবেও ভালো থাকা যায়।

ওই অজুহাত দেওয়া ব্যস্ত মানুষগুলোর ব্যস্ততার হিসেব বলা মুখের কথা যথেষ্ট নয়। ভালোবাসার প্রিয় মানুষের জন্য সময় হয় না, এতো হতে পারে না। দিনের পর দিন সেই অবহেলাকে বোঝে না এমন অবুঝ, কেউ এই পৃথিবীতে হয় না।

ব্যস্ত মানুষেরা থাকুক সেই সব ব্যস্ততা নিয়ে যেখানে সে গুরুত্ব দিতে চায়, আসলে ভালো থাকাটা সকলেই খোঁজে!ভালো থাকুক ব্যস্ত মানুষগুলো, শুধু সরে এসে

ভালো থাকা খুঁজে নিতে হবে ভালো মনের ভালোবাসার সেই মানুষগুলোকে যাদের যথেষ্ট গুরুত্ব ছিল, ওই

ব্যস্ত মানুষগুলো বোঝেনি।।

 

Loading