ছড়া – ঘড়ির কাঁটা
কলমে – আশীষ কুমার দত্ত
রাত ফুরালো আঁধার ঘুচলো
চাঁদের আলো ম্লান হলো,
জোনাকি সব ফিরলো বাসায়
আগামী রাতের আশায়।
প্রকৃতির এই নিয়ম সদা
ঘড়ির কাঁটাকে হার মানায়,
সময়ের সাথে তাল মিলিয়ে
চলতে মানুষ দিশা হারায়।
চন্দ্র সুর্য এ ধরণীর বুকে
সময় মেনে আসে যায়,
সময়ের সাথে তাল মিলাতে
মানুষ যেন হোঁচট খায়।