কবিতা – বাংলিশের গুঁতো

কলমে – বিজন চন্দ

ইংরেজি পড়ো ইংরেজি লেখো

 তবেই তো হবে ফার্স্ট

ম্যাডমেড়ে ওই বাংলা ভাষা

 পড়লেই হবি লাস্ট।

  মাকে Mom বাবাকে Dad

 বলতে এবার শেখো

  পাশের বাড়ির অপু দুর্গার

 হালটা গিয়ে দেখো।

 বাংলা স্কুল এখন ভূতের বাসা

 দারোয়ানো নেই গেটে

রমরমিয়ে Cbse,Icse চলছে

  যদিও ডোনেশন হয় দিতে

লাঠি হাতে পন্ডিতমশাই

 জলকে বলেন ওয়াটার

হোটেলে ঢুকে হারান জেঠু

 চাকর কে  বলে ওয়েটার

বাংলায় পড়ে, অনেকেই নাকি

 খুইয়েছে জাত – পাত

ইংলিশ পড়ো তবেই তো তুমি

 করবে বাজিমাত।

 ছেলে বলে – বাংলা আমার জন্মভূমি

 আমি বাংলা মায়ের সন্তান

মাতৃভাষা ছেড়ে কি বিদেশী ভাষায়

  বাড়বে  বাংলার মান সম্মান??

Loading