কবিতা – কোন গোপনে

কলমে – অর্পিতা ঘোষ মিত্র

কন্ঠে – কল্যানী সরকার

 

দীর্ঘ দাবদাহের পর

একটু বৃষ্টির ছোঁয়া

 কেমন একটা ভালো লাগার

সৌন্দর্য বোধের জন্ম দেয়।

জানালা খুলে বসে

মুহূর্ত গুলিতে একাকীত্বের নাম লিখছিলাম।

দূর থেকে ভেসে আসে

 পিউ কাঁহা পাখির  সুর

 তার সাথে সঙ্গতে বউ কথা কও পাখিটা

 মন ভাললাগার সে এক অপূর্ব ব্যঞ্জনা।

ঠিক তখনই,

পুরানো স্মৃতি ভাবাতুর করে তোলে

বৃষ্টিতে লুকিয়ে থাকা সম্পর্কের কথামালা।

বৃষ্টি মানে জল থৈ থৈ ভালবাসার গল্প।

উঠোনে ভাই বোনের ছপ ছপ শব্দ

 তুলে ঘুরে বেড়ানো।

ঘরের ভেতর থেকে

মায়ের উচ্চস্বরে সাবধানের বাণী।

বৃষ্টি মানে স্কুলে না যাবার ঘোষণা

 বাড়িতে খিচুড়ি আর ডিম ভাজার গন্ধের আয়না ।

বাবার ছাতা মাথায় দিনের শেষে বাড়ি ফেরা নিশ্চিন্তের আশ্রয়কে বুক ভরে পাওয়া।

তাই বৃষ্টি মানেই আমার কাছে

পুরনো ছবির ফ্লাশব্যাক

নিটল ভালোবাসা পরিপূর্ণ কামব্যাক।

তাই অতীতের খাঁজে খুঁজে বেড়াই

আমার হারিয়ে যাওয়া

পুরানো আমাকে চলে আগলে রাখা।

জীবনের পড়ন্ত বেলায় মন ভেসে যায়

 কোন ভালোবাসার টানে ,কোন গোপনে।

“তুমি কিছু নিয়ে যাও বেদনা হতে বেদনে

 যে মোর অশ্রু হাসিতে লীন, যে বাণী নীরব নয়নে। “

 

Loading