কবিতা – নির্মম স্মৃতি
কলমে – সুখময় দাস
১৪ নম্বর, তারা মনি ঘাট রোড, কলকাতা ৭০০০৪১
ঝিরঝির বৃষ্টিতে
ধুয়ে গেছে রাজপথ
দু’ধারে,তারই জলধারা।
ধ্বংসপ্রায় বাড়িটার
করি কাঠের কোষ্ঠিকালী
দেয়াল ধোয়ানো লাল রং
আর, খসে পড়া দেয়ালের
ইট বালির টুকরো
বয়ে চলেছে জলের স্রোত।
শাড়ি বেঁধে শৃঙ্খলা বজায় রেখে
যেন ক্যানভাসে আঁকা এক ছবি