কবিতা – খার্চির গল্প গাঁথা
কলমে – সোমা রায়
যোগেন্দ্রনগর, আগরতলা, ত্রিপুরা
আজ গল্প শোনাবো তোমাদের অপূর্ব ,
ঐতিহ্যবাহী খার্চি যা ত্রিপুরার গর্ব l
পুরাতন আগরতলার খায়েরপুরে ,
সাতদিন ব্যাপী খার্চি মেলা চলে l
পূর্ণাঙ্গ প্রতিমা নয় , শুধুই মুন্ড পূজা ,
এখানেই ঘটে সাতদিন জাতি উপজাতির মিলন মেলা মহারাজা কৃষ্ণকিশোরে মাণিক্য এই পূজার করেন শুরু ,
চন্তাই হলো এই পূজার প্রধান পুরোহিত বা গুরু l
রয়েছে প্রতিদিন বলিপ্রথা ,
সন্ন্যাসীরা ভিড় জমায় এসে যথা -তথা l
পূজা ও মেলার পাশাপাশি থাকে সাংস্কৃতিক কর্মকান্ড ,
আনন্দ আর হৈহুল্লুড়ে দৈনন্দিন কাজকর্ম হয় ক -দিন পন্ড l
প্রচুর স্টল আর পুণ্যার্থীর সমাগমে ,
মেলা প্রাঙ্গন ভোর থেকে সারা রাত থাকে গমগমে
খার্চি কথার অর্থ পাপ -মোচন l
আপামর জনসাধারণ করে তাই সাতদিন চৌদ্দ দেবীর পূজন l
সত্যি, খার্চি মেলা মানেই অপূর্ব ,
ঐতিহ্যবাহি খার্চি আজও ত্রিপুরার গর্ব l