কবিতা- আধমরা

কলমে – শ্রী স্বপন কুমার দাস

 

ডান্ডা মেরে ঠান্ডা করার

হয়েছে এখন সময়,

জাগ রে তোরা লজ্জাছড়া

আর করিস না রে ভয়।

ধুঁকে ধুঁকে মরবি কেন

প্রতিবাদ আগুন জ্বালা,

আর কবে রে বুঝবি তোরা

গন্ডমুর্খ সকল শালা।

যে দেশটায় যত মূর্খ

তত স্বার্থ স্বার্থ খেলা,

স্বজন পোষণ লুন্ঠন

চলে অবাধে সারাবেলা।

দান অনুদান সবই

লোক ঠকানোর খেলা,

হাড়িকাঠের ফাঁকটাতে

আর বাড়াস না রে গলা।

ওরে ওরে আধমরা সব

শিরদাঁড়া টা কর খাঁড়া,

বেঁচে মরে নাই থেকে রে

রুখে এবার সব দাঁড়া।

 

 

 

 

Loading