কবিতা – শিশু শ্রমিক
কলমে – মুজিবর রহমান মল্লিক
হে হতভাগা শিশু শ্রমিক,
তোমাদের শোষণ করছে মালিক।
হোটেল কিংবা চায়ের দোকানে করছো তোমারা কাজ,
এদের কথা কে বলবে আজ।
জন্ম নিয়েছো কি শিশু শ্রমিক হিসাবে?
মালিকদের মুনাফার পাহাড় গড়বি বলে ।
আতশ বাজির কারখানায় কাজ করিয়ে করে ব্যবসায়িক হিসাব নিকাশ ,
কি করে হবে এদের মানসিক বিকাশ।
মালিকদের তোমরা অমানবিক অত্যাচারের শিকার,
কারা করবে এর প্রতিকার।
ভরা হলো শিশু মানবাধিকার কমিশন,
ঘুচবে কি এদের শোষণ!
শিশু সুরক্ষা নিয়ে যতই করিস প্রচার,
দিন দিন বাড়ছে ততই শিশু কন্যার পাচার,
পশ্চিম এশিয়ার দেশগুলিতে, উঠের পিঠে বেঁধে দিয়ে খেলছে রেস,
এই সব অমানবিক কার্যকলাপের কবে হবে শেষ
শিশুদের যদি থাকতো ভোটাধিকার,
শিশুদের দুরবস্থার কথা নিয়ে ভাবতো সরকার ।
অশিক্ষা ও দারিদ্র্যতায়,
শিশু বাধ্য হচ্ছে যেতে বিভিন্ন পেশায়।
বন্ধু ,জনগণকে হতে হবে সচেতন,
তবেই ঘুচবে শিশু নিধন।
যদি শিশু হয় দেশের ভবিষ্যৎ,
শিশুদের যত্ন নিতে হবে অতি অবশ্যক।