কবিতা –সোনা তুই
কলমে – কেয়া দেবনাথ
……………………..
ও সোনা তুই জোলো মেঘ হবি?
ঠিক দুপুরে স্নানের সময়
ঝমঝমিয়ে ভিজিয়ে দিবি-
ও সোনা তুই পক্ষীরাজ হবি?
মন খারাপের সীমা এড়িয়ে
ঠিক সময়ে উড়াল দিবি-
ও সোনা তুই দোসর হবি?
এ নিঠুর শহর ছেড়ে
হাত দুটি তোর মুঠোয় নিবি-
ও সোনা এ চোখের তুই তারা হবি?
নবীন কর্নিয়ায় দৃষ্টি সীমায়
জ্যোতিষ্ক লোকের ঊজ্বল রবি।