কবিতা – নিখাদ প্রেরণা

কলমে – পিয়ালী রায় কুণ্ডু

বি/এ, ৫/6, তালতলা, জোড়ামন্দির, বাগুইআটি, স্বাগতম ভিলা, কলকাতা – ৫৯

 

প্রাপ্তির শিখরে এ উপহার,

অমূল্য নিখাদ প্রেরণা জোগায়।

কাব্য রচনার মাপকাঠিতে,

জীবনের এই ক্ষন শুধুই আনন্দের।

দুঃখ বেদনায় ক্ষতবিক্ষত যন্ত্রণাগুলি,

বাস্তবিক শুধুই নিরাময়ের।

আজ, সাফল্যে কেবলই তারা হাসে,

অনায়াসেই ব্যথাগুলি প্রফুল্লতায় ভাসে।

সৃষ্টি ধ্যান, সৃষ্টি প্রাণ…….

সৃষ্টিতেই আনন্দের উদ্যান।

অবসরের সকল একাকিত্বের সমাধান।

সৃষ্টির প্রাসাদ যেন গড়তে পারি, ঈশ্বরের কৃপায়।

জীবনের মূল্যবোধ সেখানেই দাঁড়ায়।

চাহিদা শব্দটি আজ বড্ড বেমানান,

মানসিক সন্তুষ্টি অনেক বেশি গুনমান।

স্বাচ্ছন্দ্য যতটুকু, ততটুকুই প্রয়োজনীয়তা আসে,

আফসোস নেই এই হৃদয়ের আবাসে।

 চিরকালীন ধন্য আমি তোমারই আশিষে,

 মননের গহীনে স্মৃতিরা গেছে মিশে।।

Loading