আর না
কলমে- হিমেন্দু দাস
গ্রাম – জেঠিয়া, পোঃ রাজানগর, থানা – রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ
রেমালের ল্যাম্পপোস্টে ফ্ল্যাশ লাইটের
উপেক্ষিতা বিদ্দ্যুলতা ক্যামেরায় পণ্য।
বিপন্ন মানুষ জাগে স্পীড-বাইটের
প্রতীক্ষার দূরাশায়। নির্ঘুম অরণ্য।
কর্পোরেটের কার্পেট বিছানো ফি-স্টেজে
খবরের আবাহন মৃত্যুর মিছিলে
হিসেবের অঙ্ক কষে জ্যান্ত কভারেজে।
কর্মী কর্ম মুখ্য হর্ম্য টি-আর-পি বিলে।
প্রাসাদ কি টলাবে না অরণ্যের অন্ত্র?—
আদিবাসী রয়ে যাবে চুয়াড়ের বেশে?
মুছে দেয় ক্ষত শত বিনোদন যন্ত্র
অমর পর্দার হাসি মরণের ক্লেশে।
বিজ্ঞাপন বিপণন ঝড়ে বহে কান্না,
মানবিক আবেদন— আর না! আর না!