কবিতা – নিরবতা
কলমে- অজিত কুমার দে
প্রকৃতি জাগে তার অনন্ত নেশা,
মন খারাপেও অগাধ ভালোবাসা।
উঠে কাল বৈশাখী ঝড়
উড়িয়ে নিয়ে যায় ঝরা পাতা,
দমকা হাওয়া আর শিলা বৃষ্টি
লন্ড ভন্ড করে দেয় সুখী গৃহ কোন,
তবুও শান্তি ঝড় শেষে বহে স্নিধ বাতাস।
কালো রাত্রি শেষে উঠে নূতন সূর্য,
নূতন দিনের ভোর,
গাছ গাছালি উঠে জেগে পাখির কলতান।
কুড়ি থেকে ফুল ফুটে ভ্রমরের গুঞ্জন,
ভালোবাসা ডাক দেয়,
ভুলে যেওনা আমি আছি,,,
আজও তোমায় ভালোবাসি।
তীর ভাঙা ঢেউ,কুল ভাঙা নদী,
উন্মত্ত ঢেউ বারে বারে ফিরে আসে বালুচরে,
যৌবনে পাগল নদী ছুটে যায় সাগরের বুকে।
এই যে ভালোবাসা নির্জনে ,
রাতের আঁধারে সমুদ্রের গর্জন,
অবশ মনে ঝাউ বনের নীরবতা ।