কবিতা – খিদে

কলমে – ছবি বর্মন

 

ধর্ম ধর্ম করে সবে রাখেন কত উপবাস

বাইবেল গীতা পড়ে করেন নাকি মস্ত কাজ ,

নিরামিষ আর আমিষ নিয়ে করেন মারামারি

টিকি রেখে সাধু সাজেন কেউবা রাখেন দাড়ি ।

ফুল ফলে পূজার থালা সাজিয়ে মন্দির দ্বারে

অঞ্জলি দিতে লাইন পড়ে মাটির দেবতা তরে ,

ঘরে কাঁদেন বৃদ্ধ বাবা মা কাঁদেন অনাহারে দেখনদারি অনুষ্ঠানে কত জন মাতেন সাড়ম্বরে  ।

নিঃস্ব বিকেল হারিয়ে যায় দূর দিগন্ত পারে

হাড় ক্ষয়ে যারা করেছে পাথর নরম হদয়টারে ,

শোষিত তারা চিরদিন থাকে যারা অন্নের ভিত গড়ে

এক পাহাড় খিদে পেটে ছোটে  বিদেশ বিভুই পারে ।

দীন দুখি ঘোরে খাবার তরে অসহায় কত জন

অলিতে গলিতে হাসপাতালের বেডে করে জীবন রণ,

ক্লান্ত সব ধর্মের বাণী ব্যর্থ সকল ভয়

খিদে কেবল ভাতেই মেটে ধর্ম গ্ৰন্থে নয় ।

Loading